মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন

ঢাবি শিক্ষকের ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় চারজনের বিরুদ্ধে মামলা

শাহবাগ থানায় মামলা দায়ের করেছেন শেহরীন আনিম ভূঁইয়া মোনামী

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আনিম ভূইয়া মোনামী তাঁর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট এবং কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদেরও আসামি করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) শাহবাগ থানায় মামলা করেন শেহরীন আনিম ভূইয়া মোনামী।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মুনসুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাবি শিক্ষক মোনামী মামলা করেছেন। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এজাহারে যাদের নাম রয়েছে

মামলার এজাহারে চারজনের নাম উল্লেখ করা হয়েছে-

১. সাংবাদিক ও এক্টিভিস্ট মুজতবা খন্দকার

২. লেখক ও এক্টিভিস্ট মহিউদ্দিন মোহাম্মদ

৩. ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন

৪. আশফাক হোসাইন ইভান

এজাহারে বলা হয়েছে, ১ নম্বর আসামি মুজতবা খন্দকার তাঁর ফেসবুক অ্যাকাউন্টে শেহরীন আনিম ভূইয়া মোনামীর ছবি এডিট করে পোস্ট করেন এবং তাতে লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইনি, পোশাকের স্বাধীনতায় পরেছে বিকিনি। ২ নম্বর আসামি মহিউদ্দিন মোহাম্মদ শেহরীন আনিমকে যৌন-কল্পনার রসদ আখ্যা দিয়ে ফটোকার্ড পোস্ট করেন এবং কুরুচিপূর্ণ মন্তব্য করেন। ৩ নম্বর আসামি নিরব হোসাইন একটি অনলাইন পোর্টালের ফেসবুক পোস্টে অশালীন মন্তব্য করেন, আর ৪ নম্বর আসামি আশফাক হোসাইন ইভান তাঁর ফেসবুক প্রোফাইলে এডিট করা অশালীন ছবি পোস্ট করেন।

এছাড়া, অজ্ঞাতনামা আরও কয়েকজন বিভিন্ন ফেসবুক আইডি থেকে বিকৃত ছবি শেয়ার করে কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করে যাচ্ছেন বলেও অভিযোগ করা হয়েছে।

মোনামী বলেন, ক্রমাগতভাবে আমার ছবি বিকৃত করে পোস্ট করা এবং কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে আমি মানসিকভাবে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আত্মীয়-স্বজনের সঙ্গে আলোচনা করেই মামলা দায়ের করেছি। আসামিদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

পুলিশ জানায়, মামলাটি প্রাথমিকভাবে পর্যালোচনা করা হচ্ছে এবং অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com