বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

ঢাকা-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের আবদুল হক

কেরানীগঞ্জ প্রতিনিধি:: ঢাকা-২ আসনে (কেরানীগঞ্জের একাংশ) জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সংগঠন রাওয়ার সভাপতি কর্নেল (অব.) আবদুল হক তাঁর প্রার্থিতা ফিরে পেয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনে (ইসি) চতুর্থ দিনের আপিল শুনানি শেষে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

প্রার্থিতা ফিরে পাওয়ার প্রতিক্রিয়ায় কর্নেল (অব.) আবদুল হক সাংবাদিকদের বলেন, আমি ঋণখেলাপি ছিলাম না। এমনকি আমি কখনও কোন ব্যাংক ও ব্যক্তির কাছ থেকেও ধার নেইনি। আজ আপিল শুনানিতে আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। সেজন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি।

তিনি আরও বলেন, ৩৬ জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করতে আমি দেশের মানুষের জন্য কাজ করে যাবো। ঢাকা-২ সংসদীয় এলাকায় কোন মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, ভূমিদস্যু ও জুলুমকারীকে ঠাঁই দেওয়া হবে না।

ঢাকা-২ সংসদীয় আসনটি কেরানীগঞ্জ উপজেলার শাক্তা, তারানগর, বাস্তা, কালিন্দী, রোহিতপুর, কলাতিয়া ও হযরতপুর ইউনিয়ন এবং সাভার উপজেলার আমিনবাজার, ভাকুর্তা ও তেঁতুলঝোড়া ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৯ হাজার ২০৭ জন। এই আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমান, জামায়াতে ইসলামী মনোনীত কর্নেল (অব.) আবদুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় ঋণখেলাপি সংক্রান্ত অভিযোগ, প্রস্তাবক ও সমর্থকের জাতীয় পরিচয়পত্র দাখিল না করার কারণ দেখিয়ে আবদুল হকের মনোনয়নপত্র বাতিল করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com