বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন

ডাকসু নির্বাচনে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের মৃত্যু

সাংবাদিক তরিকুল ইসলাম শিবলী

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহের সময় একজন সাংবাদিক হার্টঅ্যাটাক করে মারা গেছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পেশাগত দায়িত্ব পালনকালে তিনি মারা গেছেন বলে জানা গেছে।

ওই সাংবাদিকের নাম তরিকুল ইসলাম শিবলী। তিনি চ্যানেল-এস’র স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

তার সহকর্মীরা জানান, শিবলী সকাল থেকেই দায়িত্ব পালন করছিলেন। দুপুরে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে সহকর্মীরা তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সহকর্মী সোহেল রানা জানান, ডাকসু নির্বাচনে ঢাবির কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহ করার সময় লাইভে ছিলেন তরিকুল ইসলাম শিবলী। এ সময় হঠাৎ অচেতন অবস্থায় পড়ে যান তিনি। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিবলী কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার এতবারপুরের এ কে এম শাহিদুল্লাহর ছেলে। বর্তমানে উত্তরার দিয়াবাড়ি এলাকায় থাকতেন। দুই কন্যার জনক ছিলেন তিনি।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।

তিনি আরো জানান, চিকিৎসক জানিয়েছেন- হার্টঅ্যাটাক করে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তার পরিবারের পক্ষ থেকে যদি ময়নাতদন্ত করতে চান, তা করতে পারেন। ময়নাতদন্তের প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com