শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০২:১৪ অপরাহ্ন
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় বালি বোঝাই ট্রাকের সংঘর্ষে তৃতীয় শ্রেণীর ছাত্রসহ একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- বাঘা উপজেলার আড়ানী পৌর বাজার এলাকার খায়রুল হকের ছেলে আব্দুল খালেদ ওরফে রব (৩৫), তার স্ত্রী ছনিয়া বেগম (২৮), ছেলে তাসফি হাসান (৯)। তারা একই মোটরসাইকেলে বাগাতিপাড়ার কৈয়চারপাড়া গ্রামের ভগ্নিপতি রফিকুল ইসলামের বাড়িতে ভাগ্নির বিয়ের দাওয়াত খেয়ে নিজ বাড়িতে ফিরছিল।
রোববার (২০ জানুয়ারী) বিকেল সাড়ে ৪টায় বাগাতিপাড়ার বাঁশবাড়িয়া ডিগ্রী কলেজ সংলগ্ন ওয়াবদা সেচ প্রকল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় লিটন ও স্কুল শিক্ষক সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, সামনে থেকে আসা ট্রাকের সাইড দিয়ে বের হওয়ার সময় ধাক্কায় ছিটকে পড়ে গিয়ে ট্রাকের চাকার নীচে পড়ে ঘটনাস্থলেই তারা ৩জন মারা যায়। ঘটনার পর চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে যায়। বাগাতিপাড়ার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ইউডি মামলা দায়ের করে লাশের ময়না তদন্ত করা হবে।