মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন
ক্রীড়া প্রতিবেদক : যশোর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে যশোর জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামে ২৪ ফেব্রুয়ারী শনিবার বিকেলে বেলুন উড়িয়ে টি-কিং ট্রাক জেলা ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মো: আশরাফ উদ্দীন, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, গাংচিল গ্রুপের এইচ আর এডমিন ব্রিগেডিয়ার জেনারেল (অব) মো: ইব্রাহীম খলিল, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি শফিয়ার রহমান কালু, যুগ্ম সম্পাদক আকছাদ সিদ্দিকী শৈবাল, সদস্য সোহেল মাসুদ হাসান টিটো, নজরুল ইসলাম, হাসানসহ আরো অনেকে।