শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

ঝিনাইদহ-৪ আসনে গণঅধিকারের রাশেদ খাঁন বিএনপির প্রার্থী হচ্ছেন

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন

ঝিনাইদহ প্রতিনিধি:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হওয়ার কথা জানিয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত সোয়া ২টার দিকে মোবাইল ফোনে এই প্রতিবেদককে বিষয়টি নিজেই জানিয়েছেন তিনি। তবে, এ বিষয়ে বিএনপি থেকে কোনো কিছু জানানো হয়নি।

রাশেদ খাঁন জানান, মঙ্গলবার রাতে গুলশানে বিএনপির অফিসে আলোচনা হয়েছে। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ উপস্থিত ছিলেন। আলোচনায় তিনি ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন এটি জানানো হয়েছে।

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকায় নির্বাচনের আগে জনসভা করবেন এই শর্তে তিনি ঝিনাইদহ-৪ আসনের প্রার্থী হতে রাজি হয়েছেন। খুব শিগগিরি এ বিষয়ে ঘোষণা দেবে বিএনপি।

বিএনপির প্রার্থী হলে গণঅধিকার পরিষদে থাকছেন কিনা এমন প্রশ্নের জবাবে রাশেদ খাঁন বলেন, হ্যা, আল্লাহ ভরসা।

রাশেদ খাঁনের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার মুরারিদহ গ্রামে। তিনি এই গ্রামের নবাই বিশ্বাসের ছেলে। রাশেদ খাঁন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com