শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি::
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ও ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানমকে গণসংবর্ধনা প্রদাণ করা হয়েছে।
শনিবার বিকেলে সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ সংবর্ধনা প্রদাণ করা হয়। এ উপলক্ষে নারিকেল বাড়িয়া জেড এ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঘোড়শাল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নিত্য গোপাল শিকদার এর সভাপতিত্বে ইউপি চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টনের সার্বিক তত্বাবধানে সংবর্ধিত অতিথি ছাড়াও উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন, জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, পদ্মাকর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিকাশ বিশ্বাস, দোগাছি ইউনিয়নের চেয়ারম্যান ইসাহাক আলী জোয়ার্দ্দার, সুরাট ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন জোয়ার্দ্দার কেবি, ফুরসন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শিকদার শহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ফরিদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিষদের সদস্য অলিম্পিক মিয়া। অনুষ্ঠানে শুরুতে সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ও সংসদ সদস্য খালেদা খানমকে ফুলের শুভেচ্ছা ও সোনার নৌকা উপহার দেন চেয়ারম্যান পত্নী শিক্ষক সাবিনা ইয়াসমিন শিখা।
এসময় বক্তারা, দেশের ধারাবাহিক উন্নয়ন ধরে রাখতে ও বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।