বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

ঝিনাইদহে নবান্ন উৎসব পালিত

ঝিনাইদহ প্রতিনিধি॥

নবান্ন আমাদের দেশের ঐতিহ্যবাহী শস্যোৎসব। বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে সকল আচার অনুষ্ঠান ও উৎসব পালিত হয় নবান্ন তার মধ্যে অন্যতম। নবান্ন শব্দের অর্থ “নতুন অন্ন”। নবান্ন উৎসব হলো নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব। সাধারণত অগ্রহায়ণ মাসে আমন ধান পাকার পর এই উৎসব অনুষ্ঠিত হয়। শহুরে জীবনের যান্ত্রিকতায় আমাদের গ্রামীণ ঐতিহ্যগুলো আজ হারাতে বসেছে। নতুন প্রজন্মের কাছে আমাদের আদি ও লোকজ সংস্কৃতিকে তুলে ধরার লক্ষে ঝিনাইদহের মর্নিংবেল চিল্ড্রেন একাডেমীর আয়োজনে নবান্ন উৎসব পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে মর্নিংবেল চিল্ড্রেন একাডেমীর প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে বিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে যেমন খুশি তেমন সাজ, পিঠা উৎসবের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com