বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

ঝিনাইদহে নদ-নদী দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি::

ঝিনাইদহের নদ-নদীগুলো দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। জেলা পরিবেশ ও জীব বৈচিত্র সংরক্ষণ কমিটির আয়োজনে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মীরা অংশ নেয়।

এতে বক্তব্য রাখেন জেলা পরিবেশ ও জীব বিচিত্র সংরক্ষন কমিটির সভাপতি মাসুদ আহম্মেদ সঞ্জু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক এ্যাড. শেখ সেলিম, আলাউদ্দিন আজাদ, পরিবেশবিদ ফজলুর রহমান খুররম, এডভোকেট গৌতম বাবু প্রমুখ।

এসময় বক্তারা, ঝিনাইদহের উপর দিয়ে বয়ে যাওয়া নদ-নদীগুলো দখলমুক্ত করে নাব্যতা ফিরিয়ে আনতে খননের দাবি জানান। পরে জেলা প্রশাসকের কাছে ১১ দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com