বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের কালুহাটি গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে যে বাড়িটি ঘিরে রাখা হয়েছিল সেখানে অভিযান শেষ করেছে র্যাব। সেখান থেকে আক্তার হোসেন সাগর (১৮) নামের এক জঙ্গীকে কিছু জিহাদী বই ও একটি ড্যামি বন্দুকসহ আটক করেছে র্যাবের সদস্যরা। আক্তার হোসেন সাগর ওই গ্রামের কৃষক শরাফত হোসেন মন্ডলের ছেলে।
অভিযান শেষে র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের উইং কমান্ডার হাসান ইমন আল রাজিব প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, আক্তার হোসেন সাগর জেএমবি’র সদস্য। তার কাছে অপরিচিত কিছু লোক যাওয়া আসা করতো। জঙ্গীর সংশ্লিষ্টতা পাওয়া যাওয়ায় বুধবার ভোর ৫টি দিকে তারা বাড়িটি ঘিরে রাখে। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে কিছু জিহাদী বই পুস্তক ও একটি ড্যামি (খেলনা) বন্দুকসহ আটকের দাবি করেন এবং অভিযান সমাপ্তের কথা জানান।
এদিকে সাগরের পিতা কৃষক শরাফত হোসেন বলেন, তার ছেলে মানসিক ভারসাম্যহীন (পাগল)। গত ১৪ দিন আগে সে ঝিনাইদহ সদর উপজেলার নারকেল বাড়িয়া এলাকার বেলেডাঙ্গা গ্রামের মাসুদ মন্ডলের মেয়ে শারমিনকে বিয়ে করেন। এ সময় তিনি তার ডাক্তারের বিভিন্ন প্রেসক্রিমশন ও পরীক্ষা-নিরীক্ষা কাগজপত্র সাংবাদিকদের দেখান।