শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি::
ঝিনাইদহে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সদর থানার পানামী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- অচিন্তনগর গ্রামের আব্দুল ওহাব মন্ডলের ছেলে সবুজ হোসেন, রাজধারপুর গ্রামের আব্দুস কুদ্দুসের ছেলে মহব্বত হোসেন।
ঝিনাইদহ সদর থানার পরিদর্শক (অপারেশন) মহাসিন হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে পানামী গ্রামের আলমের সামনে মাদক কেনাবেচা হচ্ছে। পুলিশ সেখানে অভিযান চালিয়ে সবুজ হোসেন ও মহব্বত হোসেনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৪০পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এব্যাপারে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে।