শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন

ঝিনাইদহে অধিপত্য নিয়ে প্রতিপক্ষের বাড়িঘর ও দোকানপাট ভাংচুর

ঝিনাইদহ প্রতিনিধি::

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর, দোকান পাট ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শনিবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। এসময় হাটগোপালপুর বাজারে মিল্টন ডাক্তার ও ফাকরুকের ওষুধের দোকান, খায়রুলের চায়ের দোকান, ইউসুফ আলীর কাচা মালের দোকান ও নজরুল ইসলামের গ্রীল এর দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করা হয়। পরে গ্রামে গিয়ে জেলা পরিষদের সদস্য ইমাজুল হক,আশরাফুল ইসলাম, কামাল হোসেন, হাফিজুর রহমান তোতা, শমসের আলী,গোলাম বারী রেজাউল ইসলাম,সাদ্দাম হোসেন মনিরুল ইসলামসহ ৯ বাড়ীতে ভাংচুর ও লুটপাট করা হয় ও আনোয়ার হোসেন আনারের একটি ঘরে আগুন ধরিয়ে দেয় প্রতিপক্ষরা।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সৈয়দ নিজামুল গণি লিটু ও সাবেক চেয়ারম্যান বিকাশ বিশ্বাসের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। গত ১২ মার্চ উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরই জের ধরে শনিবার রাতে বিকাশ বিশ্বাসের সমর্থকরা লিটুর সমর্থকদের বাড়িঘর, দোকান পাটে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট করে। এসময় তারা আনোয়ার হোসেন আনার নামে এক ব্যক্তির বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com