বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহের হরিণাকুন্ডুর একটি মাঠ থেকে অজ্ঞাত (২৬) এক যুবকের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করা একটি লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার পার ফলসি গ্রামের কালীতলা মাঠের মধ্যে থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান।
তিনি আরো বলেন, সকালে পার ফলসি গ্রামের কালীতলা মাঠের মধ্যে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করা একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। তার নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।