শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি::
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের বকোনডিয়া গ্রামের মাঠ থেকে অজ্ঞাত এক যুবকের (৩০) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে হাত বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশিদুল আলম বলেন, বৃহস্পতিবার সকালে উপজেলার বকোনডিয়া গ্রামের মাঠে একটি লাশ পড়ে থাকতে দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশটি উদ্ধার করে। নিহতের মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে। তবে তার পরিচয় এখনও পাওয়া যায়নি।