বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহের সংসদীয় ১, ৩ ও ৪ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থীরা ভোট প্রত্যাখান করেছেন। রোববার দুপুর ২ টার দিকে এ ভোট প্রত্যাখান করে পুনঃনির্বাচনের দাবি করেছেন।
তারা হলেন- ঝিনাইদহ-১ আসনের ঐক্যফ্রন্টের বিএনপি দলীয় প্রার্থী এ্যাড. আসাদুজ্জামান, ঝিনাইদহ-৩ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী জামায়াত নেতা মতিয়ার রহমান ও ঝিনাইদহ-৪ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপি নেতা সাইফুল ইসলাম ফিরোজ।
দুপুর ২ টার দিকে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের প্রার্থী রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়ে নির্বাচন প্রত্যাখ্যান করেন।
ঝিনাইদহ-৩ (কোটচাদপুর- মহেশপুর) আসনের প্রার্থী জেলে থাকায় তার নির্বাচনী প্রধান এজেন্ট ফারুক আহমেদ দুপুর আড়াইটার দিকে প্রেস বিজ্ঞপ্তি ও ভিডিও বার্তার মাধ্যমে ভোট বর্জনের কথা জানান।
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের ঐক্যফ্রন্টের বিএনপি প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ ঝিনাইদহ প্রেসক্লাবে বিকাল ৩ টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট প্রত্যাখান করে পুনঃতফসিল ঘোষনার মাধ্যমে জাতীয় একাদশ সংসদ নির্বাচন করার দাবি জানান।
প্রার্থী ও তাদরে প্রতিনিধিরা অভিযোগ করে বলেন, তাদের এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়া ও বের করে দেওয়া, ধানের শীষ প্রতিকের সমর্থিত ভোটারদের কেন্দ্রে উপস্থিত হতে বাঁধা দেওয়া, মারধর করা, প্রশাসনের অসহযোগীতা ও নির্বাচনী পরিবেশ না থাকায় তারা ভোট বর্জন করেন।
উল্লেখ্য, ঝিনাইদহ-২ আসেনর ঐক্যফ্রন্টের প্রার্থীর প্রার্থীতা আগেই হাইকোট বাতিল করে।