মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন

ঝিনাইদহের ঘোড়শাল ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষনা

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহ সদর উপজেলার ১৪ নং ঘোড়শাল ইউনিয়ন পরিষদে ২০২০-২১ অর্থবছরে ৮৫ লাখ ১ হাজার ৬ শত টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কোনো করারোপ ছাড়াই এ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়।

শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।

ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিলটন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সচিব কামরুজ্জামান, ইউপি সদস্য কটন বিশ্বাস, হরশিদ বিশ্বাস, আব্দুল বাতেন, সাধন বিশ্বাস,আঃ মান্নান, নাসির উদ্দিন, তসীর উদ্দীন, আশিকুর রহমান রাজিব, সোনালী বিশ্বাস, রওশন আরা, রিতা সিদ্দীকি। এ ছাড়া উপস্থিত ছিলেন নারিকেল বাড়িয়া ক্যাম্পের এ এস আই আবুল কামাল, ইউনিয়ন আ’লীগের সভাপতি নিত্য গোপাল শিকদার ও সাধারণ সম্পাদক রনজিত বিশ্বাস।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com