মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১০:০৪ অপরাহ্ন
ক্রীড়া প্রতিবেদক : প্রাইম ব্যাংক ইয়াং টাইগার জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় জয় দিয়ে যাত্রা শুরু করলো যশোর আব্দুস সবুর মেমোরিয়াল একাডেমি। ২৪ ফেব্রুয়ারী শনিবার যশোর উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে উদ্বোধনী ম্যাচে তারা যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজকে ২৪৪ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে এ জয় তুলে নেয়।
আব্দুস সবুর মেমোরিয়াল একাডেমি টসে জিতে ব্যাট করেতে নেমে নির্ধারিত ৪৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭৯ রান করে। দলের পক্ষে রিফাত সর্বচ্চ ৮৩ রান করেন।
জবাবে যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল ব্যাট করতে নেমে আব্দুস সবুর মেমোরিয়াল একাডেমির আবরার মাহামুদ জিসানের বোলিং তান্ডবে ১৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৩৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে কোন খেলোয়াড়ই পার করতে পারেনি এক অংকের ঘর।
আব্দুস সবুর মেমোরিয়াল একাডেমির আবরার মাহামুদ জিসান ৩.৫ ওভার বল করে ১২ রান দিয়ে তুলে নেয় ৫টি উইকেট। এছাড়া ২ ওভার বল করে আরিফও তুলে নেয় ৩টি উইকেট।
এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি শফিয়ার রহমান মল্লিক, ক্রিকেট সম্পাদক সোহেল মাসুদ হাসান টিটো, খায়রুজ্জামান বাবু, বিপ্লবসহ আরো অনেকে।