বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছে ঢাকা জেলা বিএনপি ও জাতীয়তাবাদী মহিলাদল।
মঙ্গলবার (৬ জানুয়ারী) বেলা ১১টায় সংসদ ভবনের কাছে জিয়া উদ্যানে তারা এ দুই সাবেক রাষ্ট্রপ্রধানের কবরে ফুলেল শ্রদ্ধা জানান। এসময় জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী জড়ো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা জেলা বিএনপির নির্ধারিত কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার নেতৃবৃন্দ শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবরে গিয়ে দোয়া করে শ্রদ্ধা জানায়। এসময় ঢাকা জেলা জাতীয়তাবাদী মহিলাদল পৃথকভাবে দুই নেতার কবরে শ্রদ্ধা জানায়।
এসময় নেতৃবৃন্দ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই এদেশে বহুদলীয় গণতন্ত্রের আর্বিভাব হয়েছে। দেশের মানুষের মতপ্রকাশের স্বাধীনতা ও নারী নেতৃত্বের সূচনা হয়েছে। এ ধারাকে অব্যাহত রাখতে বিএনপি আগামীদিনে কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।
ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক সাংবাদিকদের বলেন, বাংলাদেশের ইতিহাসে শহীদ জিয়াউর রহমান ও বেগম জিয়া মানুষের ভালবাসায় বেঁচে থাকবেন। এদেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষায় তাঁরা নিরলসভাবে কাজ করে গেছেন। বেগম জিয়া মৃত্যুর কোলে ঢলে পড়েও দেশপ্রেমে আস্থাশীল ছিলেন। তাই তার মৃত্যূতে বিশ্ববাসীও দোয়া করেছে। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বিএনপি হবে শহীদ জিয়া ও খালেদা জিয়ার আদর্শের বাতিঘর। সেই প্রত্যাশা করে তাঁদের রুহের মাগফেরাত কামনা করছি। বিএনপির প্রতিটি নেতাকর্মী তারেক রহমানের হৃদয়ের স্পদন হয়ে তৃর্ণমূলে কাজ করবে বলে আমার বিশ্বাস।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী বলেন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বাংলার মানুষের কাছে আস্থাশীল অবিসংবাদিত নেতা বেগম জিয়ার অত্যন্ত প্রহরী হয়ে কাজ করতে চাই। তিনি শিখিয়েছেন কিভাবে মানুষকে ভালবেসে কাজ করতে হয়।
এসময় উপস্থিত ছিলেন ধামরাইয়ের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি নেতা তমিজ উদ্দিন, জেলা মহিলাদলের সভাপতি শামীমা রাহিম, নবাবগঞ্জ উপজেলা বিএনপির জেষ্ঠ্য সহসভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকার, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানসহ দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার, আশুলিয়া ও ধামরাই উপজেলার বিভিন্ন পর্যায়ের কয়েকশত নেতাকর্মী।