বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১১:২৩ অপরাহ্ন

জামালপুরে ৩৪শ’ পিছ ইয়াবাসহ নারী আটক

জামালপুর প্রতিনিধি:: জামালপুরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩ হাজার ৪শ’ পিছ ইয়াবাসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো: আব্দুল হালিম রাজ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার দিকপাইত এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী মোহনা এক্সপ্রেস নামে একটি বাসে অভিযান চালানো হয়।

এ সময় তল্লাশি চালিয়ে ৩ হাজার ৪শ পিছ ইয়াবাসহ সালেহা বেগম নামের এক নারীকে আটক করা হয়। সালেহা বেগম নামের ওই নারী তার পায়ের সাথে বিশেষ কায়দায় ইয়াবা পাচার করছিলেন। সালেহা বেগম জামালপুর শহরের মুসলিমাবাদ এলাকার আব্দুল সামাদের স্ত্রী।

এর আগে সদর থানা পুলিশ ২২ হাজার পিস ইয়াবার চালানসহ স্বামী স্ত্রীকে আটক করে। আটককৃত দুজন সালেহা বেগমের মেয়ে ও মেয়ের স্বামী। মাদক ব্যবসার সাথে জড়িত সবাইকে তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনতে প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com