বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

জামালপুরে ১১০ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।। জামালপুরে অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় মদসহ পলাশ মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা-২ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে আটককৃত ব্যক্তিকে জামালপুর জেলা কোর্টে প্রেরণ করা হয়েছে। আটককৃত পলাশ মিয়া দেওয়ানগঞ্জের পাথরের চর এলাকার বাসিন্দা।

ডিবি-২ এর অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় খড়ের গাদার ভেতরে লুকিয়ে রাখা ১১০ বোতল মদ উদ্ধার করা হয়। অভিযানে মাদক বিক্রি করার অভিযোগে একজনকে আটক করা হয়। পুরো অভিযানটি জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকের নির্দেশনা ও তত্ত্বাবধানে সম্পন্ন হয়।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com