বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

জামালপুরে মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামালপুর প্রতিনিধি:: জামালপুরে মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে ভূক্তভোগী পরিবার ও এলাকার সচেতন মহল এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে আলী হোসেন (৪০) লিখিত বক্তব্যে বলেন, বকশীগঞ্জ উপজেলার মাদারেরচর গ্রামে নজির মন্ডল তার তিন পূত্র কহর উদ্দিন, নেপাসু, মনহরকে ৪.৮৯ একর জমি ঘরোয়াভাবে বন্টন করে দেয়। যার মধ্যে নেপাসু ১.৬৩ একর জমির মালিক হয়। পরবর্তীতে তিন কন্যা কাপাসি বিবি, বাতাসি বিবি, গেন্দি বিবি ও স্ত্রী কিমনযান বিবিদের ওয়ারিশ রেখে তিনি মৃত্যুবরণ করেন। পরে ওই জমি তার তিন কন্যা ও স্ত্রীর নামে আরওআর রেকর্ড মূল্যে লিপিবদ্ধ হয়। যার ওয়ারিশ সূত্রে মালিক তিনি ও তার অন্যান্য ভাই বোনরা। তবে তার মামা আব্দুল মান্নান মন্ডল(৫৮), ইজ্জত আলী মন্ডল(৫০), ইয়াকুব আলী মন্ডল(৪৩), শাহ্ আলম বুদু(৫৩), বেনজির আহমেদ মধু(৩৩) তাদের প্রাপ্ত জমি অবৈধভাবে দখল করে এবং মিথ্যা দলিল বানিয়ে আদালতে মামলা দায়ের করে। পরবর্তীতে দলিলটি আদালতে জাল প্রমাণিত হয়। এরপর ধান, মরিচ, বেগুনের ক্ষেতে ক্ষয়ক্ষতি দেখিয়ে আদালতে মিথ্যা মামলা করেন। বর্তমানে তারা তাদের পরিবারে লোকজনকে প্রাণনাশের হুমকি ও হয়রানী মূলক পাঁচটি মামলা দিয়েছে। তিনি তাদের ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি বুঝিয়ে দিতে ও মিথ্যা মামলা থেকে খালাস পেতে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com