শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি:: ভাষা ও স্বাধীনতা সংগ্রামের সৈনিক আব্দুস সোবহান উকিলের মেয়ে ডা. শাহিনা সোবহানের লেখা ৫টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) জামালপুর শহরের আব্দুস সোবহান সড়কের আমলাপাড়া বাসায় আনুষ্ঠানিকভাবে এই মোড়ক উন্মোচন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সরকারি জাহেদা শফির মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর জয়শ্রী ঘোষ, আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর মনোয়ার হোসেন মুরাদ, কবি মাহবুব বারী, অধ্যাপক তারিখুল ফেরদৌস, কবি ও সমাজকর্মী জাহাঙ্গীর সেলিম, কর্নেল জায়েদ, প্রফেসর একেএম ফজলুল হক, কবি সাজ্জাদ আনসারি প্রমুখ।
ডেইলি ফ্রন্ট নিউজের সম্পাদক ও প্রকাশক মেহেরউল্লাহ, জামালপুর জেলা প্রেসক্লাবে সাবেক সভাপতি এডভোকেট ইউসুফ আলী, ফজলে এলাহি মাকাম, কবি আলী জহির, বীর মুক্তিযোদ্ধা দুলাল, জামালপুর জেনারেল হাসপাতালে সহকারী পরিচালক ডা: সোহানুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের বন- পরিবেশ ও প্রাকৃতিক বিষয়ক সম্পাদক আবু সায়েম মোহাম্মদ সা- আদাত উল করীম, রসধ্বনির নির্বাহী সম্পাদক কবি শেখ ফজল, সম্পাদক কবি হৃদয় লোহানী, প্রকাশক ফারুক আহমেদ, সাংবাদিক রাজন্য রুহানীসহ লেখক-সাংস্কৃতিক কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।