শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর ৩০০ ফিট এলাকা অগণিত মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়েছে। তিল পরিমাণ ঠাঁই নেই। ভোর থেকেই ঢল নামে মানুষের। মঞ্চের সামনে এবং আশ-পাশে কোনো জায়গা নেই দাঁড়ানোর। মঞ্চ প্রস্তুত। মঞ্চে ১৯টি চেয়ার রয়েছে। মঞ্চের চারপাশে রয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছরের নির্বাসন জীবন কাটিয়ে দেশে এসেছেন। বাংলাদেশ বিমানের লন্ডন-ঢাকা ফ্লাইটে বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছাড়েন তিনি। ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বেলা ১১টা ৫৫ মিনিটে।
পশ্চিম ও পূর্ব দিকে মহাসড়ক দিয়ে নেতা-কর্মীদের মিছিল আসছে, মানুষের স্রোত থামছে না। বরিশাল, রাজশাহী, দিনাজপুর, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ থেকে বিশেষ ট্রেনগুলোতে নেতা-কর্মীরা রাতেই ঢাকায় পৌঁছেছে বিভিন্ন সময়ে।
বিমান বন্দর, পূর্বাচল, পূর্বে বনানী, যুমনা ফিউচার পার্ক প্রভৃতি পয়েন্টে নেতা-কর্মীরা তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে মিছিল নিয়ে আসছে।