মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অবৈধ আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা র‍্যাব ডিজির

র‌্যাবের মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান।

চট্রগ্রাম ব্যুরো:: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব সদস্য মোতালিব হোসেন ভূঁইয়া নিহত হওয়ার ঘটনায় তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান। একই সঙ্গে জঙ্গল সলিমপুরে গড়ে ওঠা সন্ত্রাসীদের অবৈধ আস্তানা আইনানুগ প্রক্রিয়ায় গুঁড়িয়ে দেওয়ার ঘোষণাও দেন তিনি।

মঙ্গলবার (২০ জানুয়ারী) দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় র‍্যাব-৭ কার্যালয়ে নিহত নায়েব সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়ার জানাজা অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন র‍্যাব ডিজি।

র‍্যাব ডিজি বলেন, মোতালিবের নিহত হওয়ার ঘটনায় তার পরিবার অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। তার স্ত্রী স্বামী হারিয়েছেন, সন্তানরা হারিয়েছে তাদের পিতাকে। আমরা কখনোই তাদের পিতা বা স্বামীকে ফিরিয়ে দিতে পারব না। তবে এই পরিবারের দায়িত্ব আমরা গ্রহণ করেছি, এ পরিবারের পাশে র‍্যাব সবসময় থাকবে।

তিনি বলেন, এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত র‍্যাব এর পেছনে লেগে থাকবে। জঙ্গল সলিমপুর বর্তমানে সন্ত্রাসীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। খুব শিগগিরই আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সেখানে অবস্থানরত অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের নির্মূল করা হবে এবং অবৈধ কর্মকাণ্ডের সব আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে।

র‌্যাবের মহাপরিচালক বলেন, রাইট অব প্রাইভেট ডিফেন্সে অধিকার ছিল সন্ত্রাসীদের গুলি করার। কিন্তু তাৎক্ষণিকভাবে পরিস্থিতি বিবেচনায় আমাদের সদস্যরা গুলি করেনি। সম্পূর্ণ অভিযানটি তদন্ত করে দেখবো। ভুল-ত্রুটি থাকলে সেগুলো সংশোধন করে ভবিষ্যতে আমরা আরও সফলতার সঙ্গে অভিযানগুলো পরিচালনা করবো। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি- র‍্যাব এই দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, মানুষের নিরাপত্তা ও তাদের জানমাল রক্ষার জন্য অন্যান্য বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।

প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তারের উদ্দেশ্যে র‍্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা অতর্কিত হামলা চালায়। হামলায় র‍্যাবের চারজন সদস্য গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম সিএমএইচ-এর জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নায়েব সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন। মোতালেব হোসেন ভূঁইয়ার মৃত্যুতে র‍্যাব ফোর্সেসসহ আইনশৃঙ্খলা বাহিনীতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেখানকার একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সাদা রঙের মাইক্রোবাসে কালো জ্যাকেট পরা র‌্যাব সদস্যরা সেখানে অভিযানে যায়। স্থানীয়দের হামলায় মাইক্রোবাস ফিরে আসার সময় ভাঙচুর করতে দেখা যায়।

প্রশাসনিক কাঠামোতে জঙ্গল সলিমপুরের অবস্থান সীতাকুণ্ড উপজেলার আওতায় হলেও ওই এলাকায় প্রবেশ করতে হয় চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার বাংলাবাজার এলাকা দিয়ে। বায়েজিদ লিংক রোড দিয়ে ভাটিয়ারি যাওয়ার পথে ডান দিকে জঙ্গল সলিমপুর।

জানা গেছে, জঙ্গল সলিমপুর এলাকায় দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে সরকারি পাহাড় ও খাস জমি দখল করে গড়ে উঠেছে হাজারো অবৈধ বসতি। দুর্গম পাহাড়ি অঞ্চল হওয়ায় এলাকাটি পাহাড়খেকো, ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদ ঘাঁটি হিসেবে পরিচিত। প্রায় ৩ হাজার ১০০ একর আয়তনের এই এলাকার দখলকৃত জমির আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার কোটি টাকা। টিলা কেটে গড়ে তোলা এ ঝুঁকিপূর্ণ বসতি পরিণত হয়েছে ‘দুর্ভেদ্য সাম্রাজ্যে’।

এলাকাটি ঘিরে দীর্ঘদিন ধরে সংঘর্ষ, খুনোখুনি ও সন্ত্রাসী তৎপরতা চললেও বারবার প্রশাসনের অভিযান হামলার মুখে পড়ছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com