রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৭ অপরাহ্ন

চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু!

নিলয় আহমেদ রাফি, রূপগঞ্জ প্রিতিনিধ:: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধ পেপার মিলে চুরি করতে গিয়ে তামিম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার মুড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তামিম মুড়াপাড়া এলাকার সেলিম মিয়ার ছেলে।

রূপগঞ্জ থানার এসআই আলতাব হোসেন জানান, শনিবার সকালে মুড়াপাড়া এলাকায় একজনের রহস্যজনক মৃত্যু হয়েছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করে। নিহতের মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যা করা হয়েছে নাকি অন্য কোন কারনে মৃত্যুবরণ করেছে সেটা স্পষ্ট বলা যাচ্ছে না। তবে ময়না তদন্তের চুড়ান্ত প্রতিবেদন আসলে মৃত্যু সঠিক কারন জানা যাবে বলে পুলিশ জানান।

এদিকে নিহতের পরিবার জানান, নিহত তামিম চুরির মামলায় বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে বের। শুক্রবার রাতে সে তার সহযোগী দিপুসহ কয়েকজনের সাথে স্থানীয় লিনা পেপার মিলের বন্ধ কারখানায় চুরি করতে যায়। ভোরে নিহতের পিতাকে দিপু ফোন করে জানায় তামিম মারা গেছে। লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তবে কিভাবে মারা গেছে সেটা বলেনি। এঘটনায় রূপগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com