শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের ব্রেনে সফল অস্ত্রোপচার, চলছে কেমোথেরাপি

নিজস্ব প্রতিবেদক ॥
জনপ্রিয় চিত্রনায়ক এবং ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন গুরুতর অসুস্থতার পর লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। দীর্ঘ সাত মাস ধরে ব্রেন টিউমারে আক্রান্ত এই অভিনেতার সম্প্রতি লন্ডনের একটি হাসপাতালে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে বাকি চিকিৎসা গ্রহণ করছেন।

চিত্রনায়কের ছেলে মিরাজুল মইন নিশ্চিত করেছেন, বছরের শুরু থেকেই তার বাবার শারীরিক সমস্যা দেখা দেয়। অবস্থা খারাপ হলে গত ৯ এপ্রিল তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই এমআরআই রিপোর্টে মস্তিষ্কে টিউমারের বিষয়টি ধরা পড়ে। চিকিৎসকরা টিউমারটির অবস্থান ব্রেনের গভীর ও গুরুত্বপূর্ণ নার্ভের কাছে হওয়ায় অপারেশনকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেন।

পরিবারের সিদ্ধান্তে, উন্নত চিকিৎসার জন্য গত ২৬ এপ্রিল ইলিয়াস কাঞ্চনকে লন্ডনে নেওয়া হয়। সেখানে তিনি হারলি স্ট্রিট ক্লিনিকে তিন মাস ধরে পরীক্ষা-নিরীক্ষা শেষে ৫ আগস্ট উইলিংটন হাসপাতালে অস্ত্রোপচার করান। জানা যায়, অস্ত্রোপচারে পুরো টিউমার অপসারণ করা সম্ভব হয়নি।

বর্তমানে ডাক্তাররা টিউমারের বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার পরিকল্পনা করেছেন। মিরাজুল মইন জানান, এই চিকিৎসা সপ্তাহে পাঁচ দিন করে মোট ৬ সপ্তাহ চলবে। এরপর চার সপ্তাহ তিনি ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন।

ছেলে মিরাজুল মইন আশা প্রকাশ করেন, ডাক্তারদের অনুমতি পেলেই সুস্থ হয়ে তার বাবা দ্রুত দেশে ফিরে আসবেন। তিনি এই দুঃসময়ে তার বাবার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com