বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৭:৫৪ পূর্বাহ্ন

চট্টগ্রামে বৈষম্য, নিপীড়ন ও গণহত্যার বিরুদ্ধে নাগরিক সমাবেশ ও মানববন্ধন

সংবাদ বিজ্ঞপ্তি ॥
চট্টগ্রাম, ২০ সেপ্টেম্বর ২০২৫: আন্তর্জাতিক উদ্যোগে ‘গ্লোবাল উইক অফ অ্যাকশন’ (১৫-২১ সেপ্টেম্বর) পালনের অংশ হিসেবে ২০ সেপ্টেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত হলো এক বিশেষ নাগরিক সমাবেশ ও মানববন্ধন। “ড্র দ্য লাইন: বৈষম্য, নিপীড়ন, গণহত্যা, ধ্বংস এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সমবেত হই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এনআরডিএস এবং বিভিন্ন সংগঠন যৌথভাবে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।

চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকায় অনুষ্ঠিত এই সমাবেশ থেকে বক্তারা সমাজের সর্বস্তরে বৈষম্য দূরীকরণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং একটি নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। তাঁরা বলেন, টেকসই উন্নয়ন ও মানবাধিকার রক্ষার জন্য অবিলম্বে বৈষম্যমূলক নীতি, দমন-নিপীড়ন এবং অগণতান্ত্রিক চর্চা বন্ধ করতে হবে। বক্তারা জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষায় আন্তর্জাতিক মহলকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সমাবেশ থেকে উঠে আসা মূল দাবিগুলো হলো:

বৈষম্য ও দমননীতি বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নেওয়া।

সাধারণ মানুষের অধিকার রক্ষায় জরুরি ভিত্তিতে নীতি প্রণয়ন করা।

জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় দ্রুত অর্থায়ন নিশ্চিত করা।

ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে এবং এনআরডিএস-এর বিভাগীয় সমন্বয়কারী আবুল হাশেমের সঞ্চালনায় এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, এডাব চট্টগ্রামের বিভাগীয় সমন্বয়কারী মো. ফোরকান, দৃষ্টির প্রধান নির্বাহী হেলাল উদ্দীন মাহবুব, ক্যাব চট্টগ্রাম মহানগরের যুগ্ম সম্পাদক মো. জানে আলম, মমতার রুহুল মুহিত চৌধুরী, নারী নেত্রী সায়েরা বেগম ও মৌসুমী আকতার, এবং ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক রাসেল উদ্দীনসহ আরও অনেকে।

এই সমাবেশে এডাব, আইএসডিই বাংলাদেশ, সিআরসিডি, বিএনপিএস, মমতা, দৃষ্টি, সবুজের যাত্রা, এসডিএস, ক্যাব চট্টগ্রাম এবং যুব ক্যাব চট্টগ্রাম মহানগরীর প্রতিনিধি ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।

— সমাপ্ত —

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com