বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০১:৫৬ অপরাহ্ন
মুহাম্মদ এরশাদ, চট্টগ্রাম থেকেঃ চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে সাবেক কাউন্সিলর আব্দুস সবুর লিটনের খালাতো ভাই আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা প্রায় ৬টার দিকে ডবলমুরিং থানাধীন ঈদগাহ এলাকার নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি পুলিশের একটি দল।
স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে তিনি বিএনপির কর্মী হিসেবে পরিচয় দিয়ে এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বজায় রাখছিলেন। রাজনৈতিক পরিচয় ও পারিবারিক সম্পর্ককে ঢাল হিসেবে ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যবসায়ী, ঠিকাদার ও সাধারণ মানুষের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করছিলেন।
ডবলমুরিং থানা সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে পূর্বে দায়ের হওয়া একাধিক সাধারণ ডায়েরি ও অভিযোগের ভিত্তিতে ডিবি একটি বিশেষ টিম অভিযান চালায়। এ বিষয়ে ডিবি পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার জানান,
“ডবলমুরিং থানায় চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলার ভিত্তিতেই আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আলমগীরের গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে তার ভয়ে ব্যবসায়ীরা মুখ খোলার সাহস পেতেন না। অনেকেই অভিযোগ করেছেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি আইনের চোখ এড়িয়ে গিয়েছিলেন বারবার। তবে এবার ডিবির হাতে ধরা পড়ায় এলাকাবাসীর প্রত্যাশা চাঁদাবাজির দৌরাত্ম্য কিছুটা হলেও কমবে।
পুলিশ জানিয়েছে, আলমগীরের বিরুদ্ধে অতীতের অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। তার সাথে আর কারা জড়িত এবং কোন কোন গোষ্ঠীর ছত্রচ্ছায়ায় তিনি এতদিন সক্রিয় ছিলেন, তা উদ্ঘাটনের চেষ্টা চলছে। প্রয়োজনে তার রাজনৈতিক পরিচয় ও পৃষ্ঠপোষকতার বিষয়গুলোও তদন্তে আনা হবে।
চট্টগ্রাম মহানগরে চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসের সাথে যুক্ত প্রভাবশালী মহলকে চিহ্নিত ও আইনের আওতায় আনার ক্ষেত্রে এই অভিযান একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।