মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥
যশোর শহরের ঘোপ জেলরোড বেলতলায় আবারো সন্ত্রাসীদের দৌরাত্ম্য বেড়েছে। এখানে জুয়েলের নেতৃত্বে গড়ে ওঠা সন্ত্রাসী গ্রুপের কাছে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে। স্থানীয় ক্যাম্প পুলিশ সবকিছু জেনেও সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে জানা গেছে, জেলরোড বেলতলা এলাকায় বরাবরই সন্ত্রাসীদের দৌরাত্ম্য রয়েছে। এখানে কয়েকটি গ্রুপ অপরাধ কর্মকাদে লিপ্ত থাকলেও বর্তমানে সব অপরাধ কর্মকান্ড নিয়ন্ত্রণ করছে জুয়েল গ্রুপ। মহামারি করোনার কারণে এই গ্রুপটি কিছুদিন চুপচাপ ছিল। তবে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। সম্প্রতি জুয়েল ও তার সহযোগীদের মহড়ায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। সন্ধ্যা নামলেই এই সন্ত্রাসীরা জেলরোড বেলতলার অলিগলিতে অবস্থান নেয়। পথচারীরাও রেহাই পায় না এদের হাত থেকে।
সূত্র জানায়, পথচারী যুবক-যুবতীদের তারা নানাভাবে হেনস্থা করছে। এদেরকে প্রেমিক-প্রেমিকা বানিয়ে অভিভাবকেদের কাছে অভিযোগ করার ভয় দেখিয়ে টাকা-পয়সা এমনকি স্বর্ণালঙ্কার কেড়ে নেয়া হচ্ছে। স্বামী-স্ত্রীরাও নাজেহাল হচ্ছেন এদের দ্বারা। অপরিচিত লোকজনকে অস্ত্র বা মাদক দিয়ে ফাঁসানোর কথা বলে এরা অর্থ আদায় করছে। স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে এরা গোপনে চাঁদাবাজি করছে। চাঁদা না দিলে হুমকি দেয়া হচ্ছে প্রাণনাশের। এলাকার কেউ বাড়ি নির্মাণ করলে আগে চাঁদা দিতে হয় জুয়েলকে।
সূত্র আরও জানায়, জুয়েল ও তার সহযোগীদের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। যা স্থানীয় ক্যাম্প পুলিশ জানার পরও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না।
বরং অভিযোগ রয়েছে, পুলিশের সাথে তাদের সম্পর্ক মধুর। দুর্ধর্ষ জুয়েল গ্রুপের সদস্য সংখ্যা ২৫/৩০ জন। এরা একসময় বিরোধী দল বিএনপির ছত্রছায়ায় ছিল। এখন তারা এলাকায় এক এমপি’র অনুসারী হিসেবে পরিচয় দিচ্ছে। এলাকাবাসী সন্ত্রাসী জুয়েল ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষসহ গোয়েন্দা সংস্থাগুলোর সুদৃষ্টি কামনা করেছেন।