মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১০:০০ অপরাহ্ন

ঘুষের টাকা না দেওয়ায় বাসনা ব্রিকসের অনুমোদন বন্ধ

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ অধিদপ্তর যশোরের সিনিয়র কেমিস্ট মিজানুর রহমানের চাহিদাকৃত ঘুষের টাকা না দেওয়ায় নিয়ম বহিঃভূর্ত ভাবে তিনি একটি ইট ভাটার অনুমোদন দেন নাই। এ ঘটনার প্রতিবাদে বাসনা ব্রিকসের মালিকের ভাই আশিকুর রহমান সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১১টায় যশোর প্রেসক্লাব কার্যালয়ে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে আশিকুর রহমান লিখিত অভিযোগ করে বলেন, আমার বড় ভাই সাজেদুর রহমান বিশ^াস এর মালিকানাধীন ঝিনাইদহ জেলার দূর্গাপুর গ্রামে একটি ইট ভাটা স্থাপনের জন্য পরিবেশ অধিদপ্তর যশোর অঞ্চলে ২০১৭ সালের ৩ অক্টোবর আবেদন করা হয়। কিন্তু পরিবেশ অধিদপ্তর যশোর অঞ্চলের সিনিয়র কেমিস্ট মো. মিজানুর রহমান ছাড়পত্র দেওয়ার জন্য আমার বড় ভাইয়ের নিকট ৫ লক্ষ টাকা ঘুষ দাবি করেন। আমার ভাই দাবিকৃত ঘুষের টাকা না দেওয়ায় মো. মিজানুর রহমান আমার ভাইয়ের বাসনা ব্রিকস ফিল্ডের ছাড়পত্র দেন নাই। অথচ, তিনি ২০১৩ সালের ইট ভাটা স্থাপন আইনে এক কিলোমিটারের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান, এলজিডির রাস্তা থাকলে ব্রিকস ফিল্ডের অনুমোদন দিতে পারবে না মর্মে আইন রয়েছে। ধুরন্ধর মিজানুর রহমান এই আইন অমান্য করে মোটা অংকের অর্থের বিনিময়ে মাগুরা জেলার শালিখা উপজেলার দেওয়ান ডাঙ্গার মেসার্স সাহেদ ব্রিকস ও ঝিনাইদহ’র একতা ব্রিকস ফিল্ডকে ছাড়পত্র প্রদান করেন, যা নীতি মালার পরিপন্থী। সকল শর্ত পুরণের পরেও আমার বড় ভাই ঘুষের টাকা না দেওয়ায় বাসনা ব্রিকস ফিল্ডের ছাড়পত্র না পেয়ে দীর্ঘদিন ধরে তিনি আর্থিক ক্ষতি ও হয়রানীর শিকার হচ্ছেন। সংবাদ সম্মেলনে আশিকুর রহমান বিষয়টি তদন্ত স্বাপেক্ষে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কাজল কুমার পাল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com