শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৮:২৪ পূর্বাহ্ন

ঘরে বসেই শিখবে গণিত ও ইংরেজি শিক্ষা

ঝিনাইদহ প্রতিনিধি::

বিমূর্ত গণিতকে উপকরণের মাধ্যমে মূর্তমান করে শিক্ষার্থীদের গণিত ভীতি দূর করতে ইউটিউব চ্যানেল ইত্যাদি স্কুল (ittadischool) নিয়মিত ভিডিও লেকচার আপলোড করছে। এই চ্যানেলটিতে অষ্টম, নবম ও দশম শ্রেণির গণিত বইয়ের অধ্যায় ভিত্তিক আলোচনা ছাড়াও স্পোকেন ইংলিশ এর উপরও ভিডিও লেকচার আপলোড করা হচ্ছে। চ্যানেলটিতে বিভিন্ন শ্রেণির গণিত বিষয়ের জ্যামিতির উপর বিশদ আলোচনাসহ অনুশীলনীর গাণিতিক সমস্যাবলীর সমাধান দেয়া হচ্ছে।

ইউটিউব চ্যানেলটির লিংক https://www.youtube.com/ittadischool এসব ক্লাসের শিক্ষার্থী ইত্যাদি স্কুলের ইউটিউবে প্রবেশ করে অতি সহজে গণিত ও জ্যামিতিকে আয়ত্বে করতে পারবেন বলে জানিয়েছেন চ্যানেলটি পরিচালক শিক্ষক মিজানুর রহমান খান।

চ্যানেলটির পরিচালক মোস্তবাপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এস এম মিজানুর রহমান আরো বলেন, “শিক্ষার্থীরা অনেক সময় অসুস্থ্যতা অথবা অন্য কোন কারণে বিদ্যালয়ে যেতে পারে না। ফলে তারা ওই দিনের পাঠ থেকে বঞ্চিত হয়। তাদের কথা চিন্তা করেই আমি গণিতের উপর অধ্যায় ভিত্তিক ধারাবাহিক লেকচার ভিডিও আপলোড করছি। এছাড়া অনেক বিদ্যালয়ে শ্রেণি কক্ষে অধিক শিক্ষার্থী থাকায় শিক্ষকের পাঠদান বুঝতে না পারায় শিক্ষার্থীদের মধ্যে গণিত ভীতি সৃষ্টি হয়। এছাড়া দূর্বল শিক্ষার্থীরা একই আলোচনা যদি বারবার দেখার সুযোগ পায় তাহলে এক সময় তারা ঠিকই বুঝতে পারে। তাদের জন্য ইউটিউব চ্যানেলের ভিডিও গুলো খুবই কার্যকরী ভুমিকা রাখবে”।

মিজানুর রহমান জানান, আমাদের দেশের গ্রামের অধিকাংশ শিক্ষার্থীরা ইংরেজিতে কথা বলতে পারে না। তাদের কথা চিন্তা করে স্পোকেন ইংলিশ এর উপরও ধারাবাহিক ভিডিও আপলোড করা হচ্ছে। যশোরের স্বনাম ধন্য ইংরেজি শিক্ষার প্রতিষ্ঠান দ্যা মেন্টরস এর পরিচালক আসাদুর রহমান আসাদ স্যার ইংরেজির উপর লেকচার দিচ্ছেন। পর্যায়ক্রমে অন্যান্য বিষয়ের উপরও লেকচার ভিডিও এবং চাকুরী প্রত্যশীদের জন্য সর্টকার্ট ম্যাথের উপরও ভিডিও লেকচার প্রদান করা হবে।

তিনি বলেন, ভিডিও গুলো শিক্ষার্থীদের জন্য সহায়ক শিক্ষকের ভূমিকা পালন করবে। ভিডিও পেতে নিচের লিংকটি (https://www.youtube.com/ittadischool) ক্লিক করতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখলে পরবর্তী ভিডিও আপলোড হলেই সাবস্ক্রাইবার একটি নোটিফিকেশন পাবেন বলে তিনি জানান। মিজানুর রহমান পেশায় একজন শিক্ষক। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মস্তবাপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। তিনি গণিত বিষয়ের উপর স্নাতক(সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com