বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন
খুলনা ব্যুরো::
কয়েক দিন ধরে খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা কমলেও মঙ্গলবার থেকে আবারও বাড়তে শুরু করেছে। গেল ২৪ ঘন্টায় বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা ৩০ জন ডেঙ্গু রোগী খুলনার সরকারী-বেসরকারী হাসপাতালে ভর্তি হয়েছে। এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৬০৩ জন। হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫১৭ জন। বর্তমানে ভর্তি রয়েছে ৮৬ জন। এ ছাড়া এ সময় ৫ জন রোগীর মৃত্যু হয়েছে।
খুলনার সিভিল সার্জন ডাক্তার এএসএম আব্দুর রাজ্জাক জানান, গত ১ সপ্তাহ ধরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমলেও মঙ্গলবার ভোর থেকে রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। এ পর্যন্ত বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা ৬০৩ জন এ রোগে আক্রান্ত ছিলো। এদের মধ্যে ৫১৭ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ী ফিরেছে। তিনি বলেন, বর্তমানে খুলনার সরকার-বেসরকারী হাসপাতালে ৮৬ জন রোগী চিকিৎসা নিচ্ছে। এদের মধ্যে মঙ্গলবার বিকাল পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৭৩, খুলনা জেনারেল হাসপাতালে ৪জন, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ২জন, গাজী মেডিকেল হাসপাতালে ৩জন, আকিজ আদ্দ্বীন হাসপাতালে ১জন, রুপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন, তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন এবং ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে ১ জন রোগী। গত ২৪ ঘন্টায় ডেঙ্গ জ্বরে আক্রান্ত হয়ে ২৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্র্তি হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডাক্তার পার্থ প্রতিম দেবনাথ জানান, খুমেক হাসপাতালে ডেঙ্গু জ্বরে ভর্তি বেশীর ভাগ রোগী সুস্থ হয়েছেন। তিনি জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ৪৬৫ জন রোগী ভর্তি হয়। এ সব রোগীর মধ্যে ৭৩ জন এখন হাসপাতালে ভর্তি রয়েছে। বাকী ৩৮৯ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে নিজ নিজ বাড়ীতে চলে গেছেন।
ডাঃ প্রতিম আরো জানান, গেল এক সপ্তাগে রোগীর সংখ্যা কমলেও গত ২৪ ঘন্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন আরো ২৫ জন রোগী ভর্তি হয়েছে। খুলনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলেও জানান তিনি।