বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাবি শিক্ষকদের আন্দোলন অব্যাহত

রাবি প্রতিনিধি:
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে তৃতীয় দিনের মতো বিএনপি-জামাত প্যানেলের শিক্ষকদের মানববন্ধন, অবস্থান কর্মসূচী অব্যাহত রয়েছে। পূর্বঘোষিত কর্মসূচী হিসেবে ১৩ ফেব্রুয়ারী মঙ্গলবার দুুপুরে বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের সামনে অবস্থান করেন শিক্ষক কর্মকর্তা-কর্মচারীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ব্যানারে অবস্থান কর্মসূচী পালন করা হয়।
শিক্ষক ফোরামের যুগ্ন সাধারণ সম্পাদক ড. ইফতিখারুল আলম মাসউদের সঞ্চালনায় বক্তারা বলেন, যারা শেয়ার বাজার লুট করে, মাদক ব্যবসায় জড়িত যে সকল মন্ত্রী থাকে তাদের বিচার হয় না। দেশে বিচার হয় ২ কোটি টাকার। সরকারের নগ্ন হস্তক্ষেপেই পরিকল্পিতভাবে মিথ্যা রায়ের মাধ্যমে কারাবরণ করতে হয়েছে বেগম খালেদা জিয়াকে। তিনি যেন আইনি পক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় আসতে না পারে, মানুষের মাঝে ভোটাধিকার প্রয়োগ করতে না পারে সেজন্যই এ রায় দেওয়া হয়েছে। শুধু তাই না তার বিরুদ্ধে একাধিক মামলা দেওয়া হয়েছে।
অবস্থান কর্মসূচীতে সরকারকে চ্যালেঞ্জ করে বক্তারা বলেন, খালেদা জিয়াকে জেলে রেখেই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন দিন। আপনার কোন মন্ত্রী আছে, যে তার আসনে বিজয়ী লাভ করতে পারে।
অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপের (সাদা দল) ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ড. এনামুল হক, আইবিএ বিভাগের অধ্যাপক ড. হাছানাত আলী, ম্যাটারিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জিএম শফি, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. এম ছয়েদুর রহমান প্রমুখ।
এসময় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য কে বি এম মাহবুবুর রহমান সহ কর্মসূচীতে প্রায় শতাধিক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com