বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

খালেদা জিয়ার মৃত্যুতে জামালপুরে দোয়া মাহফিল

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জামালপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জামালপুর জেলা বিএনপি এই দোয়া মাহফিলের আয়োজন করে।

জামালপুর-৫ সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন এ সময় বক্তব্য রাখেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া রাজনীতিতে গণতন্ত্রের স্বার্থে, দেশ ও জনগণের স্বার্থে কখনো আপোষ করেন নি। একারণে তিনি আপোষহীন নেত্রী হিসেবে আখ্যায়িত হয়ে জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার মৃত্যু বাংলাদেশ ও রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি। তার মৃত্যুতে দলীয় নেতাকর্মীসহ দেশের সাধারণ মানুষ গভীরভাবে শোকাহত। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার মিথ্যা মামলায় আমাদের নেত্রীকে কারাবন্দি করে তার চিকিৎসার সুযোগ না দিয়ে তাকে নির্যাতন করে। গণতন্ত্রের জন্য সারাজীবন সংগ্রাম করেও আজ যখন একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের দিকে জাতি এগিয়ে যাচ্ছে তখন বেগম খালেদা জিয়ার মৃত্যু বড় ধরণের শূণ্যতা সৃষ্টি করেছে। বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তার এই শূণ্যতা কখনো পূরণ হবে না। এখন বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে তার স্বপ্ন পূরণে আমাদের কাজ করে যেতে হবে।

এ সময় জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান আহমেদ খান লোটন, সহ সভাপতি লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিব, জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করে হাফেজ খোরশেদ আলম।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com