বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

ক্ষমতা অপব্যবহার ও পরিবারের উপর নির্যাতনের অভিযোগে কনস্টেবলের বিরুদ্ধে মা-ভাইদের সংবাদ সম্মেলন

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি:: জামালপুরের ইসলামপুরে সাবেক কৃষিমন্ত্রীর গানম্যান পুলিশ কনস্টেবল রেজাউল করিম স্ট্যালিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক বেদখল ও পরিবারের অন্য সদস্যদের ঘর নির্মাণে বাধা দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মা, ভাই-বোনসহ ভুক্তভোগী পরিবার।

সোমবার দুপুরে পৌর শহরের কাচারীপাড়া এলাকায় ভুক্তভোগীর নিজ বাড়িতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বড় ভাই মাসুদ করিম পারভেজ অভিযোগ করে বলেন, রেজাউল করিম স্ট্যালিন দীর্ঘদিন ধরে পুলিশে চাকরির প্রভাব খাটিয়ে সহোদর ভাইদের পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা করে আসছে। পৈত্রিক সম্পত্তিতে আমি ঘর নির্মাণ করতে চাইলে বাধা সৃষ্টি করে ভয়ভীতি হামলা মামলার হুমকি দিয়ে দীর্ঘদিন ধরে পরিবারে অশান্তি সৃষ্টি করে আসছে।

ভুক্তভোগীর মা জেবুন আক্তার বলেন, আমার ছয় সন্তানের মধ্যে সম্পত্তি ভাগ করে দেওয়া হয়েছে। কিন্তু আমার তৃতীয় ছেলে রেজাউল করিম (স্ট্যালিন) পুলিশি ক্ষমতা ব্যবহার করে দীর্ঘদিন ধরে আমার অন্য সন্তানদের নানাভাবে নির্যাতন ও হয়রানি করছে। পুলিশের চাকরীর সুবাধে রেজাউলের ক্ষমতা অপব্যবহার ও দাম্বিকতায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। ভাইয়েরা তাদের পৈত্রিক জমিতে ঘর তুলতে গেলেই হামলা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের মতো ঘটনা ঘটে নিত্যদিনের। প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করলেও রেজাউলের প্রভাবের কারণে সঠিক বিচার থেকে বঞ্চিত হয় তারা। ভুক্তভোগী মা ছেলের নির্যাতনের বিচারের দাবী জানান। এসময় রেজাউল করিম স্ট্যালিন দীর্ঘদিনের প্রভাব বিস্তার ও ভুক্তভোগী পরিবারের অভিযোগের সত্যতা সমর্থন করেন এলাকাবাসী।

সংবাদ সম্মেলনে পরিবারটি পৈত্রিক ভিটায় শান্তিতে বসবাস করার অধিকার ফিরিয়ে দিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় ভাই এনামুর কবির ডেবিট সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com