বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন
ট্রাকের খণ্ডাংশ উদ্ধারের ঘটনায় আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) জাহাঙ্গীর আলম। কেরানীগঞ্জ প্রতিনিধি:: ঢাকার কেরানীগঞ্জ থেকে চুরি হওয়া একটি ট্রাকের খণ্ডাংশ যশোর থেকে উদ্ধার করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা (ডিবি) পুলিশ সদস্যরা। ঘটনার তদন্তে নেমে চোরাই যানবাহন ক্রয়-বিক্রয় চক্রের সন্ধান পায় পুলিশ। এ ঘটনায় যশোরের লোহা ব্যবসায়ী সমিতির এক নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- যশোরের লোহা ও মোটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নেতা মাসুদ আলম (৫৫), বিল্লাল ওরফে রনি (৩৬), শফিকুল ইসলাম (৫৫), সজিব শিকদার (২৮) ও মো. সেলিম (৪৫)। এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে আরও একটি ট্রাক ও দুইটি পিকআপভ্যান উদ্ধার করা হয়েছে।
রোববার (১২ অক্টোবর) দুপুরে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) জাহাঙ্গীর আলম এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ৫ অক্টোবর দক্ষিণ কেরানীগঞ্জের কাওটাইল এলাকা থেকে একটি ট্রাক চুরি হয়। এ ঘটনায় ট্রাক মালিক মজিবুর রহমান (৪৫) দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন। মামলার প্রেক্ষিতে জেলা দক্ষিণ গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করেন। একপর্যায়ে গতকাল শনিবার কেরানীগঞ্জ, সাভার ও যশোর থেকে যানবাহন চোর চক্রের সদস্য বিল্লাল, শফিকুল ও সজিবকে গ্রেপ্তার করা হয়। এসময় তাঁদের কাছ থেকে একটি ট্রাক ও দুটি পিকআপভ্যান উদ্ধার করা হয়। তাঁদের দেওয়া তথ্য মোতাবেক সেলিম নামক আরও একজনকে গ্রেপ্তার করা হয়। সেলিমের সূত্র ধরে গত শনিবার দিবাগত রাতে সাড়ে তিনটার দিকে যশোরের কোতয়ালী এলাকা থেকে মাসুদ আলমকে গ্রেপ্তার করা হয়। একপর্যায়ে তার হেফাজত থেকে মজিবুর রহমানের মালিকানাধীন ট্রাকের খণ্ডাংশ অংশ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, তাঁরা গাড়ি চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন জেলা থেকে চুরি করা যানবাহনের যন্ত্রাংশের আকার পরিবর্তন করে অন্যত্র বিক্রি করতেন। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।