শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে হেলে পড়া ভবনের বিদ্যুৎ-গ্যাস বিচ্ছিন্ন

কেরানীগঞ্জ প্রতিনিধি:: ঢাকার কেরানীগঞ্জে গত ২১ নভেম্বরের ভূমিকম্পে জিনজিরা লছমনগঞ্জ এলাকায় হেলে পড়া সাততলা ভবনটি এখনও খালি না করায় ভবনের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ঝুঁকিপূর্ণ ভবনটি দ্রুত খালি করার জন্য নতুন করে কঠোর নির্দেশও দেওয়া হয়েছে।

বুধবার (১০ নভেম্বর) দুপুরে রাজউকের একটি ভ্রাম্যমাণ দল ওই এলাকার সাত্তার মিয়া ওরফে সাত্তার কসাইয়ের মালিকানাধীন ভবনটিতে গিয়ে বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন সাংবাদিকদের বলেন, ভবনটি রাজউকের নকশা –অনুমোদন ছাড়া নির্মিত। ভূমিকম্পের পর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) ভবনটি পরীক্ষা করে প্রাথমিকভাবে ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা দেয়। একই সাথে তাঁরা দ্রুত ভবনটি খালি করার সুপারিশ করেছে। কিন্তু মৌখিক ও লিখিত নির্দেশ দেওয়া সত্ত্বেও ভবন মালিক গত ১৯ দিনেও ভবনটি খালি করেননি।

বেলায়েত হোসেন আরও বলেন, ভবনের বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে ভবন খালি করা জরুরি। তাই ভবনের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে হয়েছে। বুয়েটের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ভবন মালিক আবদুর সাত্তার মিয়া বলেন, আমি আরও কিছুদিন সময় চেয়েছিলাম। কিন্তু এর আগেই তাঁরা ভবনের বিদ্যুৎ ও গ্যাস কেটে দিয়েছে।

অভিযানে রাজউক জোন-৫ এর অথরাইজড কর্মকর্তা সাঈদা ইসলাম, ইমারত পরিদর্শক আব্দুল আলীম তালুকদার, তৌফিকুজ্জামান, কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ ও তিতাস গ্যাস কেরানীগঞ্জ সার্কেল এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২১ নভেম্বরের ভূমিকম্পে সাততলা ভবনটি পাশের নির্মাণাধীন একটি বহুতল ভবনের ওপর হেলে পড়ে। তখনই উপজেলা প্রশাসন ভবন মালিক ও ভাড়াটিয়াদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com