শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০২:১৭ অপরাহ্ন
কেরানীগঞ্জ প্রতিনিধি:: ঢাকার কেরানীগঞ্জে দস্যুতা মামলার এজাহারভুক্ত আসামি কিশোর গ্যাং সর্দার আকাশ মোল্লা (২৮)কে গ্রেপ্তার করেছে র্যাব-১০ এর সদস্যরা।
গতকাল বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১০ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) ও জেষ্ঠ্য সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এ তথ্য জানান।
গ্রেপ্তার আকাশ মোল্লা দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর নোয়াদ্দা এলাকার ওসমান মোল্লার ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর রাতে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় আকাশ মোল্লার নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রবাসী রাসেল মিয়ার (৪৫) পথরোধ করে। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে রাসেলকে জখম করে। এসময় তার সঙ্গে থাকা ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় ভুক্তভোগী রাসেল দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে র্যাবের আভিযানিক দল গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় গত মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর পশ্চিমদী এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি আকাশ মোল্লাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর, নোয়াদ্দা ও পশ্চিমদী এলাকার একাধিক বাসিন্দা জানান, আকাশ মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। এলাকায় আধিপত্য বিস্তার করতে সে একটি কিশোর গ্যাং গড়ে তোলে। তাঁর নেতৃত্বে প্রায় সময় বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত হতো। আকাশ ও তার পরিবার প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ কিছু বলার সাহস পায়না। র্যাব তাকে গ্রেপ্তার করায় আমরা সকলে খুশি। শিগগিরই এ গ্যাংয়ের বাকি সদস্যদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান তাঁরা।