শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

কেরানীগঞ্জ প্রতিনিধি:: ঢাকার কেরানীগঞ্জে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। এ সময় তাঁদের হেফাজত থেকে একটি মাইক্রোবাসসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম সুমন এসব তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. শাকিল (২৫), আশরাফুল ইসলাম (৩৮), নাহিদ হোসেন (২৫), আলমগীর ইসলাম (৩৮) ও সজল আলী (২৫)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র দাসের নেতৃত্বে একটি আভিযানিক দল দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাঁদের হেফাজত থেকে একটি মাইক্রোবাস, একটি খেলনা পিস্তল, একটি শকার মেশিন, একটি হ্যান্ডকাফ, একটি স্টিলের লাঠি ও একটি সবুজ রঙের পিভিসি লাঠি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত গিয়ে গোয়েন্দা (ডিবি) পুলিশের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তারকৃতরা ভুয়া ডিবি পরিচয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় ও ডাকাতির প্রস্তুতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com