শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
কেরানীগঞ্জ প্রতিনিধি:: ঢাকার কেরানীগঞ্জে ইটবোঝাই ট্রাকের চাপায় মারুফ হোসেন (৪৫) নামের এক ইন্টারনেট ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) সকালে কেরানীগঞ্জের পূর্ব আকছাইল সড়ক এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। একপর্যায়ে ট্রাকের চালক ও তাঁর সহযোগীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী।
নিহত মারুফ কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের পূর্ব আকছাইল এলাকার মকবুল হোসেনের ছেলে।
পরবর্তীতে এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী কলাতিয়া-রামেরকান্দা সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের শান্ত করে সড়ক থেকে সরিয়ে দেন। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
নিহতের চাচাতো ভাই ফাইজুল ইসলাম বলেন, মারুফ ভাই সিএনজি অটোরিকশাযোগে কলাতিয়া যাচ্ছিল। তাঁদের গাড়িটি পূর্ব আকছাইল এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজি অটোরিকশায় চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মকবুল ভাই মারা যায়। তিনি আরও বলেন, আমরা চালক ও তাঁর সহযোগীর বিচার চাই।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, দুর্ঘটনার পর এলাকাবাসী কিছুক্ষণের জন্য সড়কে যান চলাচল বন্ধ করে দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের শান্ত করে সড়ক থেকে সরিয়ে দেয়। তিনি আরও বলেন, এ ঘটনায় ট্রাকের চালক ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।