শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
কেরানীগঞ্জ প্রতিনিধি:: দেশজুড়ে তীব্র শীতের প্রকোপের মধ্যে ঢাকার কেরানীগঞ্জে দুই শতাধিক দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
গতকাল সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় সড়কে ও উন্মুক্ত স্থানে আশ্রয় নেওয়া শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক বলেন, দেশের বিভিন্ন স্থানের মতো কেরানীগঞ্জেও শীতের তীব্রতা বেড়েছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দরিদ্র ও ছিন্নমূল মানুষ। শীতজনিত কষ্ট লাঘবের জন্য উপজেলার আব্দুল্লাহপুর, হাসনাবাদ, ইকুরিয়া, আগানগর ঘাট, খোলামোড়া এলাকাসহ বিভিন্ন স্থানে দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, এর আগে প্রায় চার শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। শীতের তীব্রতা যতদিন থাকবে, ততদিন আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
কম্বল বিতরণ কার্যক্রমে অংশ নেন দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ ও কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া প্রমুখ।