বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
কেরানীগঞ্জ প্রতিনিধি:: ঢাকার কেরানীগঞ্জে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ভোক্তারা।
গত সোমবার (১২ জানুয়ারি) দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে তা আব্দুল্লাহবাজার এলাকা পর্যন্ত প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীরা ‘সিন্ডিকেটের আস্তানা গুড়িয়ে দাও’, ‘ভেঙে দাও’ সহ বিভিন্ন স্লোগান দেন।
আব্দুল্লাহপুর এলাকার বাসিন্দা কায়েস হোসেন বলেন, ৫শ টাকার এলপিজি সিলিন্ডারের দাম হঠাৎ করেই ২৫শ টাকায় উঠে গেছে। এতে সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছে। যারা অবৈধভাবে এলপিজি মজুদ করে বেশি দামে বিক্রি করছে, তাদের গুদাম জব্দ করে জেল-জরিমানা করতে হবে। তিনি আরও বলেন, আমরা দ্রুত অভিযান দেখতে চাই। নইলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবো।
একই এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, ডিলারদের কাছে পর্যাপ্ত এলপিজি মজুদ থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট সৃষ্টি করে বিক্রি বন্ধ রাখা হচ্ছে। সারা দেশে এমন অসাধু ডিলারদের লাইসেন্স বাতিল করে নতুন ডিলার নিয়োগ দেওয়া উচিত। তা না হলে সাধারণ ও দরিদ্র মানুষ এই সিন্ডিকেটের হাত থেকে রক্ষা পাবে না।
এলপিজির মূল্যবৃদ্ধিতে গৃহস্থালির সংকটের কথা তুলে ধরে রসুলপুর মসজিদ এলাকার গৃহিণী জহুরা বেগম বলেন, আমার স্বামী কাপড়ের দোকানের কর্মচারী। অল্প আয়ে কোনোমতে সংসার চলে। অথচ এখানে এলপিজির দাম দুই থেকে আড়াই হাজার টাকা। তাও অনেক সময় পাওয়া যায় না। এত বেশি দামে গ্যাস কিনে রান্না চালানো খুব কষ্টকর হয়ে পড়েছে। গরিবের কষ্ট দেখার যেন কেউ নেই!
এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক বলেন, সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির কোনো সুযোগ নেই। কেউ অতিরিক্ত দামে এলপিজি বিক্রি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।