বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন
কেরানীগঞ্জ প্রতিনিধি:: ঢাকার কেরানীগঞ্জে আত্মকর্মসংস্থান ও মৌলিক অধিকারসহ সাত দফা বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা।
আজ বুধবার বেলা ১২টার দিকে কেরানীগঞ্জ বধির প্রতিবন্ধী উন্নয়ন সংঘ ও জাতীয় বধির ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে এই অবস্থান কর্মসূচি পালিত হয়। কর্মসূচি শেষে সংগঠনের পক্ষ থেকে উপজেলা প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
তাঁদের সাত দফা দাবিগুলোর মধ্যে রয়েছে, কেরানীগঞ্জে বধির সংগঠনের নামে নিজস্ব কার্যালয় স্থাপনের জন্য স্থানীয় সরকারের খাস জমি বরাদ্দ, ভবঘুরে ও দরিদ্র বধির সদস্যদের পুনর্বাসন, আর্থিক সহায়তা ও আবাসন নির্মাণ, সকল বধিরের জন্য সামাজিক পূর্ণ নিরাপত্তা ও আইনগত সেবা নিশ্চিত, ত্রাণ ও খাদ্য মন্ত্রণালয় থেকে বধিরদের জন্য সামগ্রী বিতরণ, ভিজিএফ কার্ড ইস্যু ও জিআর চাল বরাদ্দ, ক্ষুদ্র কুটির শিল্প স্থাপনের জন্য তফসিলি ব্যাংক থেকে সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান।
কেরানীগঞ্জ বধির প্রতিবন্ধী উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, কেরানীগঞ্জে অসংখ্য শ্রবণপ্রতিবন্ধী মানুষ বসবাস করলেও তাদের কল্যাণে সরকারের তেমন কোনো পদক্ষেপ নেই। সে কারণে অনেকে মানবেতর জীবনযাপন করছে। অথচ রাষ্ট্র থেকে সহায়তা পেলে আমরাও ঘুরে দাঁড়াতে পারতাম। তাই আমাদের মৌলিক অধিকার নিশ্চিতের জন্য প্রশাসনের কাছে সাত দফা দাবি পেশ করেছি। আশা করছি সরকার আমাদের দাবিগুলো শিগগিরই পূরণ করবেন।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়া বলেন, বধির সংগঠনের দাবিগুলো সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হবে।