বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন
কেরানীগঞ্জ প্রতিনিধি:: ঢাকার কেরানীগঞ্জে নিখোঁজের একদিন পর কাশবন থেকে হাত-পা বাঁধা অবস্থায় বাচ্চু মিয়া (৬০) নামের এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বাচ্চু মিয়া কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের মুগারচর গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার রোহিতপুর ইউনিয়নের সোনাকান্দা এলাকায় সবুজছায়া আবাসিক প্রকল্পের অভ্যন্তরে কাশবন থেকে ওই অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহতের মেয়ে পাখি আক্তার বলেন, গতকাল সোমবার রাত ৮টার দিকে বাবা অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আমরা সারারাত খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাইনি। আজ বিকেলে লোকমুখে শুনলাম, কাশবনে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। গিয়ে দেখি, সেটি আমার বাবার। তিনি আরও বলেন, বাবার হাত-পা ও মুখ বাঁধা ছিল। তাঁকে অনেক নির্যাতন করে হত্যা করা হয়েছে। আমার বাবা খুব সাধারণ মানুষ ছিলেন। সংসার চালানোর জন্যই এ বয়সে কাজ করতেন। আমি বাবার হত্যার বিচার চাই।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে কাশবন থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ছিলো। তাঁর মুখ রক্তাক্ত অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অটোরিকশা লুটের জন্য তাকে হত্যা করেছে। তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
উল্লেখ্য, গত পাঁচ মাসে কেরানীগঞ্জে অন্তত সাতজন অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১ জুন দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা চিতাখোলা এলাকায় ঝোপ থেকে অটোরিকশা চালক সিদ্দিক মোল্লার মরদেহ পাওয়া যায়। ১১ জুন কেরানীগঞ্জ মডেল থানার নরুন্ডি এলাকায় গলায় গামছা প্যাঁচানো ও এক হাতের কবজি বিচ্ছিন্ন অবস্থায় চালক জাকির ভূঁইয়ার লাশ উদ্ধার হয়। ৪ আগস্ট তেঘরিয়া বাসস্ট্যান্ডের পাশে চালক ও যুবদল নেতা সাইদুল ইসলামের মরদেহ পাওয়া যায়। ৫ আগস্ট শুভাঢ্যা নাজিরেরবাগ এলাকা থেকে চালক আশরাফুল হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। ১৩ আগস্ট কালিন্দী হাজী বাড়ি সড়কে ছিনতাইকারীদের বাধা দিতে গিয়ে চালক রুবেল হোসেন নিহত হন। ২৬ সেপ্টেম্বর কামারপাড়া এলাকার এক ডোবা থেকে চালক জালাল শিকদারের মরদেহ পাওয়া যায়। সর্বশেষ আজ মঙ্গলবার রোহিতপুরের কাশবন থেকে বাচ্চু মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে।