মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন

কামরাঙ্গীরচরে শ্রমিক হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের লীডারসহ গ্রেপ্তার ৪

কামরাঙ্গীরচর থানা। ছবি-সংগৃহীত

কেরানীগঞ্জ প্রতিনিধি:: রাজধানীর কামরাঙ্গীরচরে সহকর্মীকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলায় শ্রমিক মো. পারভেজ (৩৮) হত্যাকাণ্ডের ঘটনায় কিশোর গ্যাংয়ের লীডারসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কিশোর গ্যাং লীডার মো. সাকিব (১৯), আরমান হোসেন (২০), তৌফিক হাসান (২০) ও ১৬ বছর বয়সী এক কিশোর।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, শ্রমিক হত্যা মামলায় এজাহারনামীয় তিনজনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি আরও বলেন, আজ মঙ্গলবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত রোববার বিকেলে কামরাঙ্গীরচর হুজুরপাড়া ঘাট এলাকায় একটি জাহাজ থেকে সিমেন্ট খালাসের কাজ চলছিল। কাজের একপর্যায়ে শ্রমিক সজল হোসেনের সঙ্গে কিশোর গ্যাংয়ের নেতা সাকিব ও তাঁর সহযোগীদের বাকবিতণ্ডা হয়। পরে তাঁরা সজলের ওপর হামলা করে। এসময় সহকর্মীকে বাঁচাতে গেলে পারভেজ ও সজলকে উপুর্যপুরি ছুরিকাঘাত করে গ্যাংয়ের সদস্যরা। গুরুতর আহত অবস্থায় পারভেজ ও সজলকে সহকর্মীরা উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেদিন রাত দেড়টার দিকে পারভেজের মৃত্যু হয়। ঘটনার পরদিন সোমবার পারভেজের স্ত্রী স্বপ্না আক্তার বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় হত্যা মামলা করেন। মামলায় সাকিব, আরমান, তৌফিক ও জুবায়েরকে এজাহারনামীয় করে অজ্ঞাত আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com