শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন
শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্র কুড়া ইউনিয়নের ভারত সীমান্তঘেঁষা কালাকুমা গ্রামের একটি জমির মাটির নিচ থেকে রকেট লঞ্চার উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ মার্চ) সন্ধ্যায় ওই গ্রামের কৃষক আতর আলীর ফসলি জমি থেকে এটি উদ্ধার করা হয়। পুলিশ গোলাটি তাদের হেফাজতে নিয়েছে। ওই গ্রামে পুলিশ পাহারার ব্যবস্থা করা হয়েছে।
নালিতাবাড়ী পুলিশ সূত্রে জানা গেছে, কিছুদিন আগে কালাকুমা গ্রামের এক যুবক ভোগাই নদীর তীরে রকেট লঞ্চারটি দেখতে পায়। পরে সে কাউকে কিছু না বলে একই গ্রামের কৃষক আতর আলীর জমিতে রকেট লঞ্চারটি পুঁতে রাখে। এরপর ঘটনাটি স্থানীয়দের মধ্যে জানাজানি হয়ে যায়।
পরে সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীনের নেতৃত্বে নালিতাবাড়ীর ওসি বছির আহমেদ বাদল ফোর্সসহ অভিযান চালিয়ে রকেট লঞ্চারটি উদ্ধার করে।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানা পুলিলের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, রকেট লঞ্চারটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। এটি উদ্ধার করে ওই স্থানটি পুলিশ ঘিরে রেখেছে। বোমা বিশেষজ্ঞ দলের টিমকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থল গিয়ে রকেট লঞ্চারটির বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিবেন।