সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন
কুমিল্লা প্রতিনিধি, একুশের কণ্ঠ:: কুমিল্লা নগরের কালিয়াজুরী এলাকা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিংকি (২২) ও তার মা তাহমিনা বেগমের (৫০) লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) রাতে শহরের পিটিআই মাঠসংলগ্ন নীলি কটেজের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক বলেন, খাটের নিচে একটি বালিশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাদের হত্যা করা হতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। রিংকি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। তাহমিনা বেগমের স্বামী নুরুল ইসলাম আদালতের হিসাবরক্ষক ছিলেন। কয়েক বছর আগে তিনি মারা গেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে তাহমিনা বেগমের বড় ছেলে ঢাকা থেকে কুমিল্লার বাসায় আসেন। তিনি বাসার দরজা খোলা দেখতে পান। ভেতরে গিয়ে মা ও বোনকে খাটে শুয়ে থাকতে দেখেন। পরে তার ছোট ভাই বাসায় আসেন। এরপরও মা-বোনের নড়াচড়া না দেখে তাদের সন্দেহ হয়। ডাকাডাকির এক পর্যায়ে বুঝতে পারেন তাদের মা-বোন মারা গেছেন।
নীলি কটেজের মালিক আনিসুর রহমান জানান, রাত ১টার দিকে নিহতের ছেলে আল আমিন ফোনে জানান, তার মা ও বোনকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে তিনি দুইটি আলাদা কক্ষে তাদের মরদেহ দেখতে পান।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম বলেন, নিহতদের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন নেই। তবে, মেয়ের গলায় হালকা দাগ এবং মায়ের চোখে রক্তের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।