বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:২৪ অপরাহ্ন

কুড়িগ্রামে ২৩৯ বোতল ইস্কাফসহ দুই মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে ২৩৯ বোতল ইস্কাপসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার উত্তর কুটি চন্দ্রখানা গ্রামের মাদক কারবারি মোঃ জায়েদুল হক (৪২) ও মোঃ হাসান আলী (২৫) এর বসতবাড়ির রান্নাঘরের ভিতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২৩৯ বোতল ইস্কাফসহ গ্রেফতার করে ফুলবাড়ী থানার একটি চৌকস টিম। তারা দীর্ঘদিন ধরে অত্যন্ত চতুরতার সাথে নানা কৌশলে মাদক ব্যবসা করে আসছিল।

পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারি দ্বয় বিশেষ কায়দায় রান্নাঘরে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করে রেখেছিল কিন্তু ফুলবাড়ী থানা পুলিশের চৌকস অভিযানে মাদক সহ হাতেনাতে গ্রেফতার হয় ২ জন মাদক কারবারি। উক্ত বিষয়ে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ টি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com