বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন

কুড়িগ্রামে ভূটানের রাজার আগমন উপলক্ষ্যে পুলিশের নিরাপত্তা ব্রিফিং

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামে ভূটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক এর আগমন উপলক্ষ্যে জেলা পুলিশের নিরাপত্তা ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ২৮ মার্চ কুড়িগ্রাম জেলা সফরে আসবেন ভূটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।

ভূটানের রাজার কুড়িগ্রাম আগমন উপলক্ষ্যে বুধবার (২৭ মার্চ) সকাল ১১ টায় কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

কুড়িগ্রামে ভূটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে কুড়িগ্রাম সফরে আসবেন ভূটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। তার এই সফরকে কেন্দ্র করে কুড়িগ্রাম জেলা পুলিশ কয়েক স্তরের ভিভিআইপি নিরাপত্তা প্রদানের লক্ষ্যে কাজ করছে। তারই ধারাবাহিকতায় আজ ভিভিআইপি নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত হয়। নিরাপত্তা ব্রিফিংয়ে বিভিন্ন জেলা ও রিজার্ভ ফোর্স থেকে আগত পুলিশ সদস্য, গোয়েন্দা সদস্য ও ট্রাফিক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কুড়িগ্রাম সহ বিভিন্ন জেলা থেকে আগত সিনিয়র পুলিশ অফিসাররাও নিরাপত্তা ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com