শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন

কুড়িগ্রামে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বৈশাখী টেলিভিশনের বর্ষপূর্তি উদযাপন করা হয়। সকাল সাড়ে দশটায় শহরের কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

এসময় কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মোঃ নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এস এম হারুর অর রশীদ লাল, কুড়িগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক।

এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক শফি খান, সনাক সভাপতি এ্যাডভোকেট আহসান হাবীব নীলু, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, চ্যানেল আই প্রতিনিধি শ্যামল ভৌমিক, সাংবাদিক মিজানুর রহমান মিন্টু, শাহীন আহমেদ, সাইফুল ইসলাম, অমিত চন্দ্র পাল প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা ও সঞ্চালনা করেন বৈশাখী টেলিভিশনের কুড়িগ্রাম সংবাদদাতা মোঃ মাহফুজার রহমান খন্দকার।
বক্তারা বৈশাখী টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠান ও সংবাদ পরিবেশনের ইতিবাচক দিক তুলে ধরে এর উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন। এরপর অতিথিবৃন্দ সম্মিলিতভাবে বর্ষপূর্তির কেক কাটেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com